বামনায় সাপের কামড়ে নারীর মৃত্যু
আগস্ট ১৮ ২০২৪, ১৫:৫৪
বামনা ( বরগুনা) সংবাদদাতাঃ বরগুনার বামনায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে।তবে কোন প্রজাতির সাপে ঐ নারীকে কামড় দিয়েছে, সেটা নিশ্চিত জানতে পারে নি, পরিবারের লোকজন।শনিবার রাতে ঘটনাটি ঘটে উপজেলার লক্ষিপুরা গ্রামে।নিহত পিয়ারা বেগম ( ৫৬) ঐ গ্রামের মনেজ হাওলাদারের স্ত্রী।
বামনা উপজেলা স্বাস্হ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান জানান সাপে দংশনের দুই ঘন্টা পরে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মারা জান।তবে ধারনা করা হচ্ছে বিষ ধর সাপেই তাকে দংশন করেছে।







































