নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সাবেক আমীর প্রয়াত গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী ফিরে এসেছেন বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
গুম হওয়া গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আযমী ফিরে এসেছে: জামায়াত
আগস্ট ০৬ ২০২৪, ১২:৫৩
পোস্টে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ! শহীদ আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ এর সুযোগ্য সন্তান বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান-আল আযমী ফিরে এসেছেন।’ এতে আরও বলা হয়, ‘আল্লাহ তায়ালা যেন সকল গুমকৃতদের আমাদের মাঝে ফিরিয়ে দেন।’
এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) ‘আয়নাঘরের বন্দিদের’ মুক্তির দাবি জানিয়েছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বন্দিদের স্বজনেরা। সোমবার (৫ আগস্ট) রাতে রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় ২০–২৫ জন সাবেক সেনা কর্মকর্তা ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা সেখানে অবস্থান নেন।
এর আগে, ২০১৬ সালের ২৩ আগস্ট একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ও জামায়াতে ইসলামীর সাবেক আমীর প্রয়াত গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। আযমী সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়ার সময় ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত ছিলেন।








































