৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নভেম্বর ২১ ২০২২, ১২:৫৯

অনলাইন ডেস্ক :: রাজধানীর বাড্ডা এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল (রোববার) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাড্ডার ফ্যাসিলিটিজ টাওয়ারের সামনের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- মো. ফারুক হোসেন, মো. কাওছার হোসেন ও হৃদয় হাওলাদার।

সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে বলেন, গ্রেপ্তারকৃতরা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে বাসযোগে রাজধানী ঢাকায় এনে বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও