গৃহবধূ সুমাইয়া হত্যার শাস্তির দাবিতে বরগুনায় এলাকাবাসী মানববন্ধন

নভেম্বর ২১ ২০২২, ১২:৪১

বরগুনা  প্রতিনিধি: বরগুনায় গৃহবধূ হালিমা আক্তার সুমাইয়াকে (২৩) হত্যার প্রতিবাদে ও দোষীকে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। নিহত সুমাইয়া সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের উত্তর ডালভাঙ্গা মাছখলি গ্রামের হানিফ পহলানের বড় মেয়ে।

জানা গেছে, গত ১৬ নভেম্বর গৃহবধূ সুমাইয়াকে তার স্বামী মোঃ জহিরুল ইসলাম যৌতুকের দায়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে সুমাইয়ার বাবা জহিরকে আসামি করে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় এলাকাবাসী মানববন্ধনের মাধ্যমে গৃহবধূ সুমাইয়া হত্যার আসামি জহিরুলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানান। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন মাছখালি গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও