বরগুনায় প্রতারণা মামলায় মাসুদ গ্রেপ্তার

জুলাই ১২ ২০২৪, ১৯:৫৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার তালতলীতে সরকারি ত্রাণ ও পাটমেলায় কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকির হোসেন মাসুদ (৪২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে তালতলী থানায় প্রতারণা মামলাটি করেন ভুক্তভোগী ওয়ারেজ তালুকদার। এর আগে প্রতারণার শিকার একাধিক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পরে প্রতারক জাকির হোসেন মাসুদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। গ্রেপ্তার জাকির হোসেন মাসুদ নারায়ণগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আগামী ২৯ জুলাই থেকে ৭ দিনব্যাপী তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরকারিভাবে পাটমেলার আয়োজন হবে এমন প্রলোভন দেখিয়ে তালতলীর হোটেল ব্যবসায়ী ওয়ারেজ তালুকদারকে মেলার মাঠে কাঁদা থাকায় ইট বিছানোর কাজ দেওয়ার প্রলোভনে সাড়ে ৫ হাজার টাকা হাতিয়ে নেন। এদিকে ডেকারেটর ব্যবসায়ী রাহাত মৃধাকে সেলাই মেশিন দেওয়ার কথা বলে ১ হাজার ৫০০ টাকা নেয়।

এ ছাড়া উপজেলা শহরের একাধিক ডেকারেটর, হোটেল ব্যবসায়ীদের খাবার অর্ডার, সরকারি ত্রাণ ও মঞ্চ তৈরি করাসহ বিভিন্ন ধরনের কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিলেন তিনি।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রণজিৎ কুমার সরকার বলেন, প্রতারণা মামলায় গ্রেপ্তার জাকিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে একইভাবে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও