বরগুনায় সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, ৯ জনের লাশ উদ্ধার
জুন ২২ ২০২৪, ১৬:১৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার আমতলীতে একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বরযাত্রীবাহী দুটি গাড়ি খালে পড়ে গেছে। আজ শনিবার বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়কেজন নিহত হয়েছেন।এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এরমধ্যে ২ জন নারী। আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বেলা দুইটার দিকে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পাড় হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে আসলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি। বরযাত্রীদের বাড়ি মাদারীপুর জেলায় বলে জানা গেছে।








































