আমতলীতে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ
মে ৩০ ২০২৪, ১২:৩৫
নিজস্ব প্রতিবেদ, বরিশাল: বরগুনার আমতলীতে রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারের মাঝে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন শুকনো খাবার বিতরণ করেছে। বুধবার(২৯ মে) বিকেলে আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আমতলী সদর ইউনিয়ন ও পৌরসভা ও হলদিয়া ইউনিয়নে খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম।
সভায় সভাপতিত্ব করেন আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা। এ সময় বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার সুরভী বিশ্বাসী ও এনএসএসের প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, ইউপি সদস্য কালাম রোজিনা আক্তার, আয়সা আক্তার ও আব্দুল লতিফ। বালিয়াতলী গ্রামের হেনা বেগম বলেন, এই খারাপ সময় ত্রাণ দিয়ে আমাদের জীবন বাঁচিয়েছে।








































