বরগুনায় হরিণের ১২২ কেজি মাংসসহ ট্রলার জব্দ

নভেম্বর ১৯ ২০২২, ১৭:১৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার খাকদোন নদীর ক্রক এলাকা থেকে ১২২ কেজি হরিণের মাংসসহ একটি ট্রলার জব্দ করেছে পুলিশ। শনিবার (১৯ নভেম্বর) বরগুনা সদর থানার এস আই মো. আব্দুল হাই এ অভিযান পরিচালনা করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

পরে বেলা ১১টার দিকে খাকদোন নদীর ক্রক এলাকায় কবির নামের একজনের ট্রলার থেকে চারটি বস্তায় ১২২ কেজি হরিণের মাংস পাওয়া যায়।

এ ঘটনায় কবিরকে আসামি করে মামলা করা হয়েছে। জব্দ করা মাংসগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরগুনা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান বলেন, পুলিশের কাছ থেকে ১২২ কেজি হরিণের মাংস আমরা গ্রহণ করেছি।

পরে মাংসগুলো পুড়িয়ে মাটিচাপা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এখানে সাত থেকে আটটি হরিণের মাংস আছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও