উপজেলা নির্বাচন: তরুণরা চায় সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন

মে ১৩ ২০২৪, ১৯:৫৪

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: নির্বাচন আসলেই মানুষের মাঝে নানা কৌতুহল শুরু হয়ে যায়। শুরু হয়ে যায় নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা। প্রতি নির্বাচনেই ভোটারের মধ্যে বড় একটি অংশ থাকে তরুণ।সামনে উপজেলা নির্বাচনে তরুণরা কি ভাবছে। এ নিয়ে পাথরঘাটা কলেজ মিলনায়তনে পাথরঘাটা কলেজের শিক্ষার্থী ও যুব ফোরামের শতাধিক তরুণের চোখে কেমন উপজেলা নির্বাচন চায় তাদের প্রত্যাশা উঠে এসেছে।

সোমবার (১৩ মে) রুপান্তর-আস্থা প্রকল্পের আওতায় এ সভায় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসিন কবীর, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহসান হাবীব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, পাথরঘাটা কলেজের প্রভাষক আহসান হাবীব লাকি, জামাল হোসেন নান্নু, মাহবুবুর রহমান, রুপান্তর-আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী খলিলুর রহমান প্রমুখ।

এ তরুণরা চায় অহিংস, নিরপেক্ষ, সুষ্ঠু পরিবেশ, তরুণদের অংশগ্রহণ, দুর্নীতি মুক্ত, নির্দলীয় স্থানীয় সরকার, দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ পরিবেশ রক্ষায় যারা কাজ করবে এমন মানুষদের অংশগ্রহণে নির্বাচন দেখতে চান।

এছাড়াও জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করার দাবি করেন। দিনব্যাপী আলোচনা শেষে তরুনদের চোখে উপজেলা নির্বাচনের কয়েকটি প্রস্তাবনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের কাছে তুলে ধরেন।

এসময় পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, তরুণরাই আগামী দিনের যেমন ভবিষ্যতে তেমনি বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিবে। এ জন্য তরুণরাই পারবে নির্বাচনে দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে। তবে এ ক্ষেত্রে যাচাই বাছাই গুরুত্বপূর্ণ। আগে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের হলফনামা দেখা পাশাপাশি স্থানীয় পর্যায়ে নির্লোভ ব্যক্তিকে পছন্দ করা। এটি তাদের গনতান্ত্রিক অধিকার। তরুণদের প্রস্তাবনা সময়োপযোগী বলে মনে করি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও