পিরোজপুরের সন্ধ্যা নদীতে ট্রলার থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

নভেম্বর ১৯ ২০২২, ১৩:৫৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যা নদীতে পড়ে নাসির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে নেছারাবাদের প্লাস ঘাটে ট্রলারে করে খেয়া পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। বর্তমানে তাকে উদ্ধারে বরিশাল ও নেছারাবাদ ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরি দল কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে জামাতা মাইনুল ইসলাম শুভকে সঙ্গে নিয়ে নাসির খেয়া পার হচ্ছিলেন। এ সময় মোবাইলে কথা বলতে বলতে ট্রলারের পেছন থেকে পড়ে যান তিনি।

নেছারাবাদ ফায়ার সার্ভিস ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, ‘উদ্ধারকাজ এখনো অব্যাহত আছে। আশা করি, দ্রুত তাকে উদ্ধার করতে সক্ষম হব।’

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও