নাশকতা মামলায় মেজর হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ

মার্চ ০৫ ২০২৪, ১২:৫৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর গুলশান থানায় করা নাশকতার মামলায় ২১ মাসের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন। একইসঙ্গে কারাগারে ডিভিশন ও যথাযথ চিকিৎসা নিশ্চিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

২০১১ সালের ৪ জুন গুলশান থানাধীন মহাখালী ওয়্যারলেস গেট পানির ট্যাঙ্কির সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে চলাচলরত গাড়ি ভাঙচুর, আগুন ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে হাফিজ উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়।২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার এসআই কামরুল হাসান তালুকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

চিকিৎসার জন্য ভারতে থাকাবস্থায় গত বছরের ২৮ ডিসেম্বর মামলাটিতে বিএনপি নেতা হাফিজ উদ্দিনের ২১ মাসের কারাদণ্ড দেন আদালত। গত রোববার ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। আজ সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান বিএনপি নেতা হাফিজ উদ্দিন। পরে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও