পিটার হাসের সঙ্গে মঈন খানের বৈঠক
ফেব্রুয়ারি ১২ ২০২৪, ২০:১৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। পরে দূতাবাসের পক্ষ থেকে এক্সের (সাবেক টুইটার) পোস্টে দুজনের ছবি প্রকাশ করা হয়।
পোস্টে বলা হয়, ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্রের বিকাশ তখনই ঘটে যখন প্রতিটি আওয়াজ শোনা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আমি (পিটার হাস) আনন্দিত।









































