নলছিটিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে খাসজমি দখলের অভিযোগ

নভেম্বর ১৬ ২০২২, ১২:০৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে কে. এম. আর তৌহিদ নামে সাবেক এক ছাত্রদল নেতা ও তার ভাইদের বিরুদ্ধে খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তদারকি না থাকায় কোনো বাধা ছাড়াই নিজেদের ইচ্ছামতো খাস জায়গা দখল করছে ওই নেতা ও তার ভাইরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সরকারি খাস জায়গা দখলমুক্ত করতে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে ইউএনও রুম্পা সিকদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তৌহিদ গং উপজেলা শহরের প্রাণকেন্দ্র, থানা সড়কসংলগ্ন (শহিদ মিনারের বিপরীতে) জেএল ৪৩, নলছিটি মৌজার ১ নম্বর খতিয়ানের এসএ ১১৬৫ ও ১১৬৬ দাগের প্রায় ৮০ শতাংশ জমি দখল করেছে। স্থানীয় গণ্যমান্য ও সাধারণ জনগণ অনেকবার বারণ করলেও তৌহিদ গং কারও পরোয়া করেনি। এমনকি প্রতিবাদকারীদের গালাগাল ও বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয় তারা।

এদিকে তৌহিদ গং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবিবের জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন।

বীর মুক্তিযোদ্ধার ছেলে শফিকুল ইসলাম ইমন বলেন, ‘সম্প্রতি আমাদের জমি জোরপূর্বক দখল করতে গেলে আমি তাদেরকে বাধা দিই। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার হুমকি দেয় তৌহিদ।’

এদিকে সব অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের সাবেক নেতা তৌহিদ বলেন, ‘আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। আমরা কারও জমি দখলের সঙ্গে জড়িত নই।’

আ/ মাহাদী

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও