বরগুনায় আওয়ামী লীগের সম্মেলন: সংঘর্ষ ঠেকাতে মাঠে ২০০ পুলিশ
নভেম্বর ১৬ ২০২২, ১১:৫৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায়।
এই সম্মেলনকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। আর এই সংঘর্ষ ঠেকাতে সম্মেলনের মাঠে উপস্থিত থাকবেন বরগুনা জেলা পুলিশের দুই শতাধিক সদস্য।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ৩০ বছর ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের পদে রয়েছেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও আলহাজ্ব মো: জাহাঙ্গীর কবীর।
দীর্ঘদিন ধরে তারা সভাপতি ও সম্পাদকের দায়িত্বে থাকায় নিস্তেজ হয়ে পড়েছে এক সময়ের মাঠ কাঁপানো সাবেক ছাত্র নেতারা। তাই এই সম্মেলনকে কেন্দ্র করে উচ্ছ্বাসিত সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এদিকে জেলা পুলিশ ধারণা করছে দেশের অন্য জেলার ত্রিবার্ষিক সম্মেলনের মতো বরগুনার সম্মেলনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। তাই সংঘর্ষ ঠেকাতে পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থানে থাকবে তারা।
সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আলহাজ্ব মো: হুমায়ন কবীর বলেন, সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।
সম্মেলন মাঠে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক উপস্থিত রয়েছেন। তারপরেও কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ বলেন, জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যেকোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঠেকানোর জন্য তারা কঠোর অবস্থানে থাকবেন। সম্মেলন স্থলে দুই শতাধিক পুলিশ সদস্য উপস্থিত থাকবে। পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে ফায়ারিং করতেও প্রস্তুত তারা।
আ/ মাহাদী








































