বরিশালে ইটের গুড়া মিশিয়ে মরিচের গুঁড়া বিক্রির অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা
নভেম্বর ১৫ ২০২২, ১৮:৪৪
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার দুইটি মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এসময় নগরীর হাটখোলার মরিচপট্টির মেসার্স খান স্টোরকে কৃত্তিম রং ও ইটের গুড়া মিশিয়ে মরিচের গুঁড়া উৎপাদন করতে দেখায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি কৃত্তিম রং মেশানো মরিচ গুঁড়া আনুমানিক ৫ মণ বিনষ্ট করা হয়েছে। উক্ত মোবাইল কোর্টটি পরিচলনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিসের অফিস প্রধান মোঃ জাকির হোসেন মিয়া, উপপরিচালক (মেট্রোলজি) জিয়াউল হক।
অন্যদিকে নগরীর নিউ সদরঘাট রোড এলাকায় মেসার্স সুইটি বেকারীতে বিএসটিআই’র লাইসেন্স গ্রহন না করেই বিস্কুট ও কেক পণ্যে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টটি পরিচলনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা ইকবাল আহম্মদ, ফিল্ড অফিসার (সিএম) ও জয়দেব রাজবংশী।









































