শেষ পর্যন্ত নৌকা নিয়ে মাঠে ২৬৮ প্রার্থী

ডিসেম্বর ১৭ ২০২৩, ১৮:৫৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে মাঠে থাকছেন ২৬৮ প্রার্থী। সূত্র বলছে, জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ রোববার। আর আগামীকাল ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে। ফলে শেষ মুহূর্তে চলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা। আসন সমঝোতার ইস্যুটি আজ রোববারের মধ্যেই শেষ করতে হবে।

ইতিমধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের সঙ্গে ৮ আসনে সমঝোতা হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) ৩টির মধ্যে হাসানুল হক ইনুকে দেওয়া হয়েছে কুষ্টিয়া-২, লক্ষীপুর-৪ মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন বগুড়া-৪।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ৩টির মধ্যে রাশেদ খান মেননকে দেওয়া হয়েছে বরিশাল-২, ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ ও মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা-১। জাতীয় পার্টি (জেপি) পেয়েছে ১টি আসন আর তা হলো আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২। তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীকে চট্টগ্রাম-২ আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এসব আসনে ১৪ দলের শরিকরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

এ ছাড়া গত শুক্রবার রাতে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক হয়। এ বৈঠকে আওয়ামী লীগের পক্ষে ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। জাতীয় পার্টির পক্ষে ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ বৈঠকে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির ২৭টি আসনে সমঝোতা হয়েছে।

তবে কোন কোন আসন ছাড় দেওয়া হয়েছে সেটি আজ রোববার জানাবে আওয়ামী লীগ। তবে আসনের সংখ্যা বাড়াতে শেষ মুহূর্তে দর কষাকষি করছে জাতীয় পার্টি। এর আগে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ। ওইসব বৈঠকে এককভাবে ভোট করার পক্ষে থাকলেও গত শুক্রবারের বৈঠকে জোটগত বা সমঝোতার ওপর গুরুত্ব দিয়েছেন দুই দলের নেতারা।

গত নির্বাচনে আওয়ামী লীগের ছাড়ে জাতীয় পার্টি জিতেছে, এমন আসনগুলোয় এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী আছেন। জাতীয় পার্টিকে ছাড় দেওয়া আসনগুলোয় নৌকার কোনো প্রার্থী থাকবেন না। এ ছাড়া দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপিসহ নানা কারণে আওয়ামী লীগ মনোনীত অন্তত ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

এর মধ্যে রয়েছেন ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সালাম। বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন আহমদের মনোনয়ন বাতিল হয়েছে।

খেলাপি ঋণের কারণে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রাথী শামীম হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

অন্যদিকে গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ৩০০ আসনের মধ্যে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ ফাঁকা রেখে ২৯৮টি আসনে দলীয় মনোনয়ন দেয় ক্ষমতাসীন দলটি। এর মধ্যে কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন দেওয়া হয় ১৪ দলীয় জোটের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। আর নারায়ণগঞ্জ-৫ হচ্ছে জাতীয় পার্টির সেলিম ওসমানের আসন।

এতে জাতীয় পার্টিকে নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমানকে ধরে ২৭ আসনে নৌকা প্রার্থীর মনোনয়ন বাতিল করার পর নৌকার প্রার্থী থাকেন ২৭৩ জন। আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর ৫ জনের মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল করেছে।

ফলে ২৭৩ থেকে আরও ৫ জন নৌকার প্রার্থী বাদ গেলে থাকে ২৬৮ জন। অবশ্য আওয়ামী লীগ মনোনীত ৫ জনের প্রার্থিতা বাতিল হলেও সেখানে দলের স্বতন্ত্র প্রার্থীদের নৌকার নির্বাচন করার সুযোগ দিতে পারে দলটি। এতে ২৭৩ জন নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, জাতীয় পার্টির সঙ্গে আসন নিয়ে আলোচনা হচ্ছে। এখনও যতটুকু জানি ২৭ আসনে সমঝোতা হয়েছে। তাদের সঙ্গে ২৭ আসনে সমঝোতা হলে এখানে আমাদের নৌকার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন না। কিন্তু জাতীয় পার্টি স্বতন্ত্র প্রার্থীদেরও বসিয়ে দেওয়ার কথা বলছে। কিন্তু আমরা চাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন। এখানে একটি সমস্যা দেখা দিয়েছে। এখনও একদিন বাকি আছে। আশা করি সমাধান হয়ে যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেন, জাতীয় পার্টির সঙ্গে আমাদের ২৭টি আসনে সমঝোতা হয়েছে। কোন কোন আসনে হবে সেটি বলতে পারছি না। তবে যেসব আসনে সমঝোতা হবে, সেখানে নৌকার প্রার্থী থাকবেন না। কিন্তু জাতীয় পার্টি চাচ্ছে স্বতন্ত্র প্রার্থী যাতে না থাকেন। কিন্তু এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা চলছে। তবে আজ রোববার পর্যন্ত সময় আছে। আশা করি আগামীকাল আমরা সব কিছু পরিষ্কার করতে পারব।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও