কলাপাতায় স্লোগান লিখে ছাত্র ইউনিয়নের প্রতিবাদী সমাবেশ

নভেম্বর ১৪ ২০২২, ২০:৪০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : কাগজসহ শিক্ষা উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শাহবাগে প্রতিবাদী করেছে। সোমবার বিকেলে এ প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় সংগঠনটির নেতাকর্মীরা কলাপাতা ও কচুপাতায় ‘আমরা কি আদিম যুগে ফিরে যাবে’ ‘আমরা কি কলাপাতায় লিখবো’ ‘শিক্ষা ব্যবসা একসাথে চলে না’ এমন সব স্লোগান প্রদর্শন করেন।

সমাবেশে সব ধরনের শিক্ষা উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে অবিলম্বে কাগজসহ সব ধরনের শিক্ষা উপকরণের দাম কমানোর দাবি জানান ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

সমাবেশে তারা বলেন, বিশ্ব যখন জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে চলেছে, তখন আমাদের দেশের এক শ্রেণির ব্যবসায়ীরা মুনাফা লোটার প্রতিযোগিতায় নেমেছে।

নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের সঙ্গে বাড়ানো হয়েছে কাগজসহ সব ধরনের শিক্ষা উপকরণের দাম। ফলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে।

কারণ এ দুর্মূল্যের বাজারে সংসার চালাতেই অনেক পরিবার হিমসিম খাচ্ছে। এরমধ্যে বাড়ানো হয়েছে শিক্ষা উপকরণের দাম। তারা অবিলম্বে সব ধরনের শিক্ষা উপকরণের দাম কমাতে সরকারের প্রতি দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও