ঢাকা-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সালমা ইসলাম
নভেম্বর ৩০ ২০২৩, ১৪:৪৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ উপজেলা) আসনে জাতীয় পার্টির কু-চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা জেলা রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের কাছে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সমর্থকারী ও প্রস্তাবক ও দোহার-নবাবগঞ্জ এলাকার অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে ঢাকা-১ আসন থেকে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশা ব্যক্ত করেন।








































