ব্যাটে ফিলিস্তিনি পতাকা, পাকিস্তানি ক্রিকেটারকে জরিমানা
নভেম্বর ২৭ ২০২৩, ১৪:০৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের আঁচ শুধু সেই দুই দেশে নয়, পড়েছে বহু দেশেও। ভারত বিশ্বকাপেও বেশ কয়েকজন সমর্থকদের হাতে ‘ফ্রি ফিলিস্তিন’ প্ল্যাকার্ড দেখা গিয়েছিল। এবার একই ঘটনা দেখা গেল পাকিস্তানের জাতীয় টি-২০ টুর্নামেন্টে। তবে এবার গ্যালারিতে থাকা কোনও সমর্থকদের থেকে নয়, এমন কাণ্ড ঘটালেন পাকিস্তানের ক্রিকেটার আজম খান।
পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, আজমের ব্যাটে ছিল ফিলিস্তিনের পতাকা। ম্যাচ অফিসিয়ালদের তিনি জানান, তার সব ব্যাটে একই স্টিকার লাগানো। রোববার ন্যাশনাল স্টেডিয়ামে লাহোর ব্লুজের বিপক্ষে করাচি হোয়াইটসের জার্সিতে খেলছিলেন এই উইকেটকিপার ব্যাটার।
এদিন তার ব্যাটে ফিলিস্তিনের পতাকার স্টিকার দেখে তাকে তলব করেন ম্যাচ রেফারি মোহাম্মদ জাভেদ। পোশাক এবং সরঞ্জাম বিধি লঙ্ঘন করার জন্য আজম খানকে ‘ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়। জিও নিউজে প্রকাশিত খবরে এক ঘনিষ্ঠ সূত্র বলেন, ‘এর আগেও এমন বিতর্কিত ব্যাট নিয়ে মাঠে নামতে আজম খানকে বারণ করা হয়েছিল। কারণ এটা আইসিসির আচরণবিধি লঙ্ঘন করছে। এমনকী ওর সব ব্যাটে একই স্টিকার রয়েছে। এর আগে ওই প্রতিযোগিতা দুটি ম্যাচে ও এমনি ব্যাট নিয়ে খেলতে নেমেছিল যদিও আজকের ম্যাচে ওকে কোন রকমের কোনও সতর্কতা দেওয়া হয়নি।’








































