পূর্ব শত্রুতার জেরে ভান্ডারিয়ায় সাংবাদিকের গৃহে আগ্নিসংযোগ

নভেম্বর ১৩ ২০২২, ১৯:০৮

ভান্ডারিয়া) প্রতিনিধি ॥ পূর্ব শত্রুতার জেরে পিরোজপুরের ভান্ডারিয়ায় দৈনিক মানবজমিন এর উপজেলা প্রতিনিধি ও ব্যবসায়ী মোঃ বাদল ব্যাপারীর গৃহে অগ্নিকান্ডে পুড়ে ছাই।

উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়ন উত্তর ভিটাবাড়িয়ায় গ্রামে গতকাল শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে দশটার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটছে বলে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস নিশ্চিত করেন।

সাংবাদিক মোঃ বাদল ব্যাপারী বলেন, পরিকল্পিতভাবেই আমার ঘরে আগুন লাগানো হয়েছে। বসতঘরে পূর্ব শত্রুতার জেরে পেট্রোল অথবা কেরোসিন দিয়ে আগুন দিয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মোঃ পারভেজ আহাম্মেদ পলাশ জানান, রাত আনুমানিক সাড়ে দশটার সময় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ৯৯৯ এর ফোনের মাধ্যমে জানতে পেরে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ১ঘন্টার প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও