বরিশালে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত
নভেম্বর ১৯ ২০২৩, ১৮:০৭

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারের পদত্যাগ ও তফসিল ঘোষনার প্রতিবাদে প্রধান বিরোধীদল বিএনপির দেশব্যাপি সহ বরিশালে ডাকা ৪৮ ঘন্টা হরতালে অভ্যন্তরীন জন জীবনে তেমন কোন প্রভাব ফেলতে না পারলেও দুরপাল্লার যাত্রীবাহি যানবাহনে ব্যাপক প্রভাব পড়েছে।
এছাড়া হরতালের সমর্থনে নগরীর বেশ কয়েকটি স্থানে চোরাগোপ্তা মিছিল পিকেটিং সহ মশাল মিছিল ও সড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ করার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে নগরীর বিভিন্ন স্থানে ব্যাপক পুলিশ মোতায়েত করা সহ বিএনপির নেতা কর্মীদের গ্রেফতারের লক্ষে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন।
রবিবার হরতালের প্রথম দিনে নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাত বাসস্টেশন থেকে প্রতি ঘন্টায় যেখানে ৭ থেকে ৮ ডাকা গামী যাত্রীবাহি বাস চলাচল করছে সেখানে রবিবার ঘন্টায় ২টি বাস ছেড়ে গেলেও যাত্রী সংক্ষা খুবই কম।
অপরদিকে নগরীর রুপাতলী থেকে অভ্যন্তরীন আন্তজেলা যাত্রীবাহি বাস যথারিতি চলাচল করেছে সেখানে ছিলনা কোন যাত্রীদের চাপ ভীড় দেখা যায়নি।
হরতালের সমর্থনে ও সফল করার লক্ষে শনিবার রাতে নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ মশাল মিছিল করে।এছাড়া রবিবার সকালে নগরীর সিএন্ডবি সড়কে মহানগর বিএনপি সদস্য ও সাবেক ছাত্রনেতা নাসরিনের নেতৃত্বে ছাত্রদলের সদস্যরা টায়ারে অগ্মি সংযোগ করে বিক্ষোভ করে দ্রুত সটকে পড়ে। এছাড়া নগরীর বগুড়া রোডে মহানগর স্বেচ্ছাসেবকদল আহবায়ক মশিউর রহমান মঞ্জু ও সদস্য সচিব খান মোঃ আনোয়ারের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল করে। অন্যদিকে মহানগর শ্রমিকদল কেন্দ্রীয় নতুল্লাবাত এলাকায় এবং নগরীর আমানতগঞ্জ এলাকায় মিছিল করেছে এসময় কোতয়ালী মডেল থানা পুলিশ ৫নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক হেলাল কবিরাজকে আটক করেছে বলে বিএনপি মিডিয়া ও মহানগর বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন এসকল তথ্য দিয়ে নিশ্চিত করে।
এছাড়া র্যাব বরিশাল জেলা ছাত্রদলের সহ সভাপতি সবুজ আকনকে মাওয়া থেকে আটক করেছে বলে তার পরিবার থেকে সংবাদ দিয়ে বিষয়টি নিশ্চিত করে। এবিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাড. আনিসুর রহমান বলেন দুপুর ৩টা পর্যন্ত সবুজকে থানায় হস্তান্তর বা কোর্টে প্রেরন করে নাই।
এছাড়া হরতালে নগরীর অভ্যন্তরীন যানবাহন চলাচল করা সহ ব্যবসা প্রতিষ্ঠান সহ আদালতপাড়ায় কাজকর্ম হয়েছে। এদিকে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও স্বাভাবিক রাখতে পুলিশ কমিশনার সাইফুল ইসলামের তত্ববধায়নে নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাত বাসস্টেশন সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে পুলিশ ও আনসার সদস্যদের অবস্থান নিয়ে দায়ীত্ব পালন করতে দেখা যায়।