বরিশালে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নভেম্বর ১৩ ২০২২, ১৬:০৮

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভূঁইয়া তানু হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রবিবার বেলা ১১ টায় নগরীর অনামীলেন সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জেএম আমিনুল ইসলাম লিপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মামুন ভূইয়া প্রমুখ।

 

একইদিন দুপুরে দলীয় কার্যালয়ের সামনে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, যুগ্ম সম্পাদক খান মোঃ আনোয়ার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও