বরগুনায় জমি বিরোধে মারপিটে গৃহবধু আহত

নভেম্বর ১৩ ২০২২, ১৪:০৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনা বেতাগী উপজেলার ৬ নং কাজিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আজিজ এর ছেলে মোঃ খালেক ও বারেক এর বিরুদ্ধে জমি বিরোধের জের ধরে গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া যায়।

অভিযুক্ত জালাল মিয়া বলেন দীর্ঘদিন যাবৎ মোঃ খালেক ও আব্দুল বারেক এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে। আজ সকালে আমার স্ত্রী মোসাম্মৎ রুবি আক্তার এর সাথে কথার কাটাকাটি হলে একপর্যায়ে মোঃ খালেক পিছন থেকে এসে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমার স্ত্রীর মাথায় কোপ দিলে সে মাটিতে পড়ে যায়।

এই সুযোগে মোঃ বারেক মিয়া শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ কিল ঘুসি লাথি মারেন। স্থানীয় লোকজন আমার স্ত্রীর রক্তাক্ত অবস্থায় দেখে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছ।

বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ হাওলাদার, মোঃ আলতাফ মাস্টার স্থানীয়রা বলেন মোঃ খালেক ও মোঃ বারেক অর্থ ও ক্ষমতার প্রভাব দেখিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে জালাল ও রুবির উপরে দীর্ঘদিন ধরে অমানুষিক নির্যাতন চালায়।

আজ সকালে জালারের স্ত্রী রুবিকে মারধর করে ঘর তালাবদ্ধ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ বিষয়ে মোঃ বারেক ও খালেকের কাছে জানতে চাইলে তারা সন্ত্রাসী ভাব নিয়ে কথা বলে জালালের পরিবারকে হুমকি দিয়ে চলে জান। বেতাগী থানার অফিসার্স ইনচার্জ বলেন অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও