বাবুগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্সরে মেশিন ও অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন

নভেম্বর ১২ ২০২২, ১৮:১৪

রুবেল সরদার, বাবুগঞ্জ ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্সরে মেশিন ও অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মহিলা আসন-৪৮ এর সাংসদ লুৎফুন্ নেসা খান এমপি।

শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত মতবিনিময় সভা শেষে এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে এর উদ্বোধন করেন।

উদ্বোধনকালে লুৎফুন্ নেসা খান এমপি বলেন, এতদিন বরিশাল শহরে কিংবা উজিরপুর গিয়ে সংশ্লিষ্ট পরীক্ষাগুলো করতে হতো। কিন্তু এখন এক্স-রে মেশিনটির কার্যক্রম শুরু করার কারণে সাধারণ মানুষের অনেক ভোগান্তি কমে যাবে।

সেই সাথে হাসপাতালের চিকিৎসার মান আরো বাড়বে। তাছাড়া উপজেলা কমপ্লেক্সের চাহিদা মোতাবেক উপজেলার রোগী পরিবহণে নতুন আরেকটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে এবং ধীরে ধীরে হাসপাতালের সকল সমস্যা সমাধান করা হবে। মেনন পত্নী এসময় আরো বলেন- রাশেদ খান মেনন এমপি ও আমি যদি বেঁচে থাকি তবে এ হাসপাতালকে একটি আদর্শ হাসপাতালে রুপান্তরিত করবো। বাবুগঞ্জ উন্নয়নে কাজ করে যাবোÑ আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. সুবাস সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি নেতা রকিবুল হাসান খান রনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, রুবেল সরদার, আল-আমিন হোসেন প্রমুখ। পরে এমপি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও