দেশে প্রথম বরিশালের উদ্যোক্তারা হচ্ছে ফ্রিল্যান্সিং দূত

নভেম্বর ১২ ২০২২, ১৫:৩৯

নিজস্ব প্রতিবেদক ॥ ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর এক যুগ পূর্তি উৎসব উপলক্ষে প্রত্যেক জেলায় এটুআই এর পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার (১১ নভেম্বর) ।

ব্যতিক্রমী উদ্যোগ ছিল বরিশাল জেলা প্রশাসনের। বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে ও উদ্ভাবনে নতুন এক যাত্রা শুরু হয়। এই জেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ফ্রিল্যান্সিং দূত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই যুগ পূর্তি অনুষ্ঠানে। এই ঘটনা দেশে প্রথমবারের মতো ঘটল।

 

ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তারা প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের সরকারি সেবার আবেদন, এজেণ্ট ব্যাংকিং সহ নানান ধরণের ডিজিটাল সেবা প্রদান করে আসছে। তবে বরিশাল জেলা প্রশাসনের এই উদ্যোগ ইউডিসি উদ্যোক্তাদের ফ্রিল্যান্সিং এ উদ্ভুদ্ধ করছে। বর্তমান সময়ে ডলার আয়ের অন্যতম এক উপায় ফ্রিল্যান্সিং।

 

দেশে বসে অনলাইনে কাজ করে দেশের জন্য ডলার আয় করে দেশের অর্থনীতিতে ব্যপক ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ফ্রিল্যান্সিং করার জন্য বিদেশ পাড়ি দিতে হচ্ছে না। ঘরে বসেই ইন্টারনেট এর মাধ্যমেই লোগো ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি ছাড়াও বিভিন্ন কাজের মাধ্যমে আয়ের সুযোগ পাচ্ছে এ প্রজন্মের তরুণরা।

আমরা চাচ্ছি ইউডিসি উদ্যোক্তাদের ফ্রিল্যান্সিং এর আওতায় এনে নতুন ফ্রিল্যান্সার তৈরি করতে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই জানান, আমাদের কার্যক্রম হবে ইউডিসি উদ্যোক্তাদের ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া এবং পরবর্তীতে তাদের মাধ্যমে তরুণদের ফ্রিল্যান্সিং এ উদ্ভুদ্ধ করতে কাজ করা।

এতে যতজন ফ্রিল্যান্সিং শুরু করতে পারবে তারা যদি দিনে এক ডলারও আয় করে তবে দেশের অর্থনীতিতে একটা বড় অংশ যোগ হবে। জেলা প্রশাসকের নেতৃত্বে এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই।

বরিশাল জেলা প্রশাসনের নেতৃত্ব গঠিত হয়েছে নতুন একটি সংগঠন ‘বরিশাল ফ্রিল্যান্সার হাব’; এতে জেলার সকল ফ্রিল্যান্সারদের পাশাপাশি যুক্ত হচ্ছে বরিশালের ফ্রিল্যান্সারদের একটি স্বাধীন সংগঠন বরিশাল ফ্রিল্যান্সার ফাউন্ডেশন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও