তলে তলে মানুষ রাজপথে নেমে আসবে: চরমোনাই পির

অক্টোবর ০৮ ২০২৩, ১৬:৩২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সম্প্রতি দেওয়া দুটি বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পির)। বক্তব্যের জন্য ওবায়দুল কাদেরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় বাংলাদেশের মানুষ উচিত শিক্ষা দেওয়ার জন্য তলে তলে রাজপথে নেমে আসবে।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আপনি (কাদের) বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান। যদি ক্ষমা না চান, তলে তলে দেশের জনগণও আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে। তিনি আরও বলেন, আমরা আশ্চর্য হয়ে গেছি যে, আওয়ামী লীগ সরকার বাংলাদেশ পরিচালনা করে।

এ সরকারের মুখপাত্র ওবায়দুল কাদের বক্তব্য রেখেছেন দিল্লি আছে তো, আমরা আছি। এ দিয়ে তিনি কী বোঝাতে চান, আমাদের দেশকে স্বাধীন দেশ হিসেবে তিনি স্বীকৃতি দিতে চান না? আমাদের এ দেশকে তিনি অঙ্গরাজ্য বানাতে চান? কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই, এটা স্বাধীন বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও