শেবাচিমে ডেঙ্গু আক্রান্ত রোগী ৬৭ জন
নভেম্বর ১১ ২০২২, ২২:০৩
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯ জন রোগী ভর্তি হয়েছে। আর চিকিৎসাধীন আছে ৬৭ জন।
হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে এখনও আলাদা কোন ওয়ার্ড চালু না করায় মেডিসিন ওয়ার্ডের একটি কর্নারে চিকিৎসা দেয়া হচ্ছে ডেঙ্গু রোগীদের। হাসপাতালে ভর্তি হওয়া বেশির ভাগ রোগীই ঢাকা থেকে আক্রান্ত বলে দাবি চিকিৎসকদের।
আর হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না বলে জানান রোগী ও তাদের স্বজনরা। এখন পর্যন্ত বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৩ জন। এ নিয়ে বিভাগে ৬ জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১৭৮ জন ডেঙ্গু রোগী। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৭ জন।








































