সাকিব মুশফিকের দারুণ জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
সেপ্টেম্বর ০৬ ২০২৩, ১৯:৩২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্রথম পাওয়ার প্লেতে ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। পাকিস্তানি পেসারদের তাণ্ডবে ব্যাটে-বলে ঠিকঠাক হচ্ছিল না টপ অর্ডারে নামা ব্যাটারদের।
সেখান থেকে দারুণ এক জুটিতে বাংলাদেশকে বিপদমুক্ত তো করেছেনই, বড় রানের দিকে নিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান। ৪৭ রান নিয়ে ব্যাট করছেন সাকিব, ৩৮ রানে অপরাজিত মুশফিক। দুজনের জুটিতে এখনো পর্যন্ত এসেছে ৮৪ রান।
এশিয়া কাপে সুপার ফোরের এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেন অধিনায়ক সাকিব। ইনিংসের দ্বিতীয় ওভারেই নাসিম শাহর বলে শূন্য রানে ফেরেন আগের ম্যাচে সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ। আর পঞ্চম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে ব্যক্তিগত ১৬ রানে আউট হন এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামা লিটন দাস।
পাকিস্তানের বোলিং স্পেল শাহীন ও নাসিম শুরু করলেও অষ্টম ওভারে বোলিংয়ে আসেন গতিময় পেসার হারিস রউফ। এসেই তোপ দাগেন বাংলাদেশ শিবিরে। দারুণ খেলতে থাকা মোহাম্মদ নাঈমকে কট এন্ড বল করেন হারিস।
দশম ওভারে হারিসের করা ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আবারও বাংলাদেশের উইকেট পতন। এবার তাওহীদ হৃদয়কে সরাসরি বোল্ড করেন তিনি। ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যাওয়া দলকে এরপর টেনে তোলেন সাকিব-মুশফিক।
এ ম্যাচে বাংলাদেশ একাদশে একটিই পরিবর্তন হয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া নাজমুল হোসেনের জায়গায় খেলছেন লিটন দাস। অসুস্থতার কারণে এশিয়া কাপের শুরু থেকে ছিলেন না লিটন। গতকালই বাংলাদেশের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের জায়গায় দলে আনা হয়েছে অলরাউন্ডার ফাহিম আশরাফকে।








































