বরিশালে দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা

নভেম্বর ১১ ২০২২, ১৬:০০

নিজস্ব প্রতিবেদক ॥ “যুক্তির আলোয় প্রজ্জলিত হোক জ্ঞানের শিখা” শ্লোগানকে সামনে রেখে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের যুক্তিবাদী চেতনাকে উজ্জীবিত, যুক্তিচর্চায় উদ্বুদ্ধ এবং বিতর্কে সাফল্য অর্জনের লক্ষ্যে বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলার গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল দশটায় শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

প্রশিক্ষণ প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং অর্গানাইজেশনের সভাপতি ফারহান আনজুম করিম, সাবেক সহসভাপতি সোহানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিকা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক নাজিউল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আশিক, সহসভাপতি সিফাত খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেটস ফেডারেশন বাংলাদেশ বরিশাল অঞ্চলের সমন্বয়কারী শাহেদুল ইসলাম সোহেল। কর্মশালায় উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী ও সহকারী শিক্ষকরা অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও