দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করলেন সাকিব-আশরাফুল
আগস্ট ২১ ২০২৩, ১৯:২২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চলতি বছরের মার্চে বাংলাদেশের বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
পাঁচ মাস পর আবারও তিনি গেলেন দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে। এবার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
সাকিবের এবারের দুবাই যাওয়ার পরিস্থিতি একটু ভিন্নই ছিল বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গেছে। দুবাইয়ের বিখ্যাত সোনার বাজার ‘গোল্ড সুকে’ প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারির হোলসেল কার্যালয় উদ্বোধন করতে যান সাকিব।
গতকাল সকালে নিজের ফেসবুক পেজে অনুষ্ঠানে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তিন দুবাইপ্রবাসী বাংলাদেশি নজরুল, রাসেল, ইব্রাহিম-তাঁদের নামের প্রথম অক্ষর দিয়েই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় এনআরআই।
আজ বাংলাদেশে তাঁর ফিরে কয়েকদিনের মধ্যেই এশিয়া কাপের দলে যোগ দেওয়ার কথা। যেখানে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন।
আর বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছেন তিনি। এই প্রসঙ্গেও তিনি কথা বলেছেন, ‘সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। সবাই দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি।’ এবার সাকিবের সঙ্গে ছিলেন মোহাম্মদ আশরাফুলও। তাঁদের দেখতে প্রবাসী বাংলাদেশিদের ভিড় জমেছিল গোল্ড সুকে।
দুবাইপ্রবাসী বাংলাদেশিদের সততার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানিয়ে সাকিব বলেন, ‘এনআরআই জুয়েলারিকে ধন্যবাদ। তাঁদের কারণেই এখানে আসা। তাঁরা যেমন সততা ও নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিচ্ছেন, আশা করব, আপনারাও তাই করবেন। দেশকে যেন আমরা একসঙ্গে এগিয়ে নিতে পারি।’








































