পানি সরবরাহ করে অর্থ জমিয়ে বিল্ডিং করলেন পারুল বেগম

আগস্ট ১৫ ২০২৩, ১৩:৩৪

নলছিটি প্রতিনিধি।। পারুল বেগম (৫০) দীর্ঘদিন ধরে ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন দোকানে ও বাসা বাড়িতে পানি সরবরাহ করেন।আর এই পানি সরবরাহ করে যে অর্থ পেয়েছেন তা জমিয়ে থাকার জন্য তৈরি করেছেন একটি বিল্ডিং।

প্রায় ২০ বছর আগে তার স্বামী মোশাররফ হোসেন হাওলাদার মারা যান। এরপর তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে নলছিটি পৌরসভার ৪ নং ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। আর তিনি মানুষের বাসায় ও দোকানে পানি সরবরাহ করে যা আয় করতো তা দিয়ে তার ছেলে মেয়েকে নিয়ে চলতো সংসার।

পারুলের বড় ছেলে রাজ মিস্ত্রির কাজ করেন আর মেজো ছেলে নদীতে মাছ ধরে। তারাও বিবাহ করে আলাদা সংসার করেন আর মেয়েকেও বিয়ে দিয়েছেন তিনি। ছোট ছেলে রঙের কাজ করে বর্তমানে তাকে নিয়ে চলে পারুলের সংসার ।

পারুল বেগম বলেন, আমার স্বামীর মৃত্যুর পর থেকে ছেলে মেয়েদের নিয়ে আমার কষ্টের সংসার। আমি এরআগে সকাল ৮টা থেকে রাত ৯ টা পর্যন্ত পানি সরবরাহ করেছি। বর্তমানে সাপ্লাই হওয়ায় পানি দেওয়ার সরবরাহ কমে গেছে।

এখন সকাল থেকে দুপুর পর্যন্ত পানি সরবরাহ করি।তারপরও প্রতিদিন ২৫০ থেকে ৩৫০ টাকা উপার্জন হয়।কলস প্রতি কেউ ৫ টাকা কেউ ১০ টাকা দেয়।আমি আমার ছেলেদের কাছ থেকে কোন সময় টাকা পয়সা নেয়নি বরং তাদের আমি দেই। আর আমি পানি দিয়ে নিজ অর্থে বিল্ডিং করেছি।যাতে প্রায় ২ লাখের বেশি টাকা খরচ হয়েছে।

দোকানদার সুজন বলেন,পারুল চাচী দীর্ঘদিন ধরে আমার দোকানে পানি দেন। আমার কাছে ভালো লাগে যে এইবয়সে মানুষের কাছে হাত না পেতে নিজে উপার্জন করেন।তিনি পানি দিয়ে মোটামুটি ভালোই আয় করেন।

নলছিটি পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী বলেন, পারুল বেগম আমার ওয়ার্ডে বসবাস করেন। তিনি পৌরসভা থেকেও সাহায্য সহযোগিতা পান। শুনছি তার কষ্ট অর্জিত টাকা দিয়ে বাড়িতে বিল্ডিং করেছে। তাকে আমি সাধুবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও