ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে বাড়িতে ডাকাতি

আগস্ট ০৭ ২০২৩, ১২:৫২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ।। ঝালকাঠির রাজাপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও তার পরিবারের সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদলের সদস্যরা নগদ টাকা ও স্বর্ণ লুটে নিয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের ।

সোমবার (৭ আগস্ট) ভোররাত ৩ টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত মাইনুল ইসলামের ছেলে মুদি ব্যবসায়ী তারিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ব্যবসায়ী তারিকুল ইসলাম তুহিন (৩০) কে কুপিয়ে আহত করায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাত ৩ টার দিকে ছয় জনের ডাকাতদল প্রশাসনের পরিচয় দিয়ে গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে নগদ ৪০ হাজার টাকা ও ৫ ভরী স্বর্ন লুটে নেয়। এসময় ব্যবসায়ী তরিকুল ইসলাম তুহিন বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্ররায় বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও