বরগুনা/ অর্থের বিনিময় পৌর শহরে প্লান ছাড়া গড়ে উঠছে ভবন
নভেম্বর ১০ ২০২২, ১৭:৫৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল : : বরগুনা পৌর শহরের ৩ নাং ওয়ার্ডের কালিবাড়ি স্থানে গড়ে উঠছে পৌরসভার অনুমতি ও প্লান ছাড়া তিনতলা ভবন। কুয়েত প্রবাসী মোঃ রাসেলের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ।
রাসেল মিয়া দীর্ঘদিন বিদেশে ছিলেন তার গ্রামের বাড়ি কাকচিড়া তিনি ডিসি অফিসের মোস্তফা মিয়ার কাছ থেকে ৫ শতাংশ জমি ক্রয় করেন কড়ইতলা মৌজায় কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর উত্তর পাশে।
সেখানে তিনি সরকারি খাস খতিয়ানের জমি দখল করে তিন তলা ভবন নির্মাণ কাজ শুরু করছেন। স্থানীয়রা বলেন রাসেল মিয়া আইনের প্রতি শ্রদ্ধা না রেখে ক্ষমতার প্রভাব দেখিয়ে পৌরসভার সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান কে ম্যানেজ করে বাড়ির প্লান না করে ভবন নির্মাণের কাজ শুরু করেন।
এ বিষয়ে জমির মালিক রাসেল মিয়া বলেন আমি ৬০ হাজার টাকা দিয়েছি পৌরসভার সার্ভেয়ারকে তিনি আমাকে মৌখিকভাবে বাড়ি নির্মাণ করতে বলেছেন।
পৌর মেয়র ঢাকায় থাকায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাজ বন্ধ করার কথা বলে তিনি কোন ব্যবস্থা নেন নাই। বাড়ি নির্মাণের কাজ চলমান স্থানীয়দের মনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে।
আ/ মাহাদী









































