ফ্রিজের কম্প্রেশার বিস্ফোরণে শ্যালক নিহত, দুলাভাই আহত
অক্টোবর ২৮ ২০২২, ১৫:২৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ফরিদপুরের বোয়ালমারীতে ফ্রিজের কম্প্রেশার বিস্ফোরণে রিফাত শেখ (১৪) নামে এক মিস্ত্রি মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত শেখ ময়না ইউনিয়নের গৌরীপুর গ্রামের রবিউল শেখের ছেলে।নিহত রিফাতের চাচা কবির হোসেন বলেন, গোহাইল বাড়ি বাজারে রিফাতের দুলাভাই সিরাজুল ইসলামের পুরাতন ফ্রিজের দোকান আছে। সেখানে নষ্ট ফ্রিজ মেরামত করে বিক্রি করা হতো।
শুক্রবার সকালে সিরাজ ও তার শ্যালক রিফাত দোকানে কাজ করছিল। এসময় ফ্রিজের কম্প্রেশার বিস্ফোরণে দুজন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে রিফাত মারা যান।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, আহত সিরাজুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব বলেন, তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
তারা পুরাতন ফ্রিজ মেরামত করে বিক্রি করতেন। কাজ করতে গিয়ে শ্যালক রিফাত নিহত হন ও দুলাভাই সিরাজুল ইসলাম মারাত্মক আহত হয়েছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আ/মাহাদী









































