নলছিটি খাদ্য গুদামে দুদকের সিলগালা

আগস্ট ০২ ২০২৩, ১৯:৫৬

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটিতে খাদ্য গুদামে বোরো চাউলের মধ্যে আমন চাল পাওয়ায় ২ নং গোডাউন সিলগালা করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।

বুধবার (২ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে গুদামটি সিলগালা করে দেন। অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক শেখ গোলাম মাওলা।

জানা গেছে, নলছিটি খাদ্য গুদামে ১৬০ মেট্রিক টন পুরাতন আমন চালকে নতুন বোরে চাল দেখিয়ে ২নং খাদ্য গুদামে ৪ টি খামালে সংরক্ষণের মাধ্যমে গুদাম কর্তৃপক্ষ ২২ লক্ষ ৪০ হাজার টাকার আত্মসাৎতের অভিযোগ পেয়ে দুদুক অভিযান পরিচালনা করেন।দুদুক অভিযান চালিয়ে বোরো চাউলের মধ্যে আমন চাল রাখার প্রাথমিক সত্যতা পায়।

দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, কি পরিমানে আমন চাল আছে সেটার পরিমান পাওয়া যায়নি। তবে বোরে চালের মধ্যে আমন চালের অস্তিত্ব পাওয়া গেছে। বর্তমানে আমরা গুদামটি সিলগালা করেছি।এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও