রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালীতে সরকারি খালে বাঁধ দিয়ে দখল করা তিন বাঁধ কেটে প্রায় ৫০ একর জমি অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশুরীবুনিয়া ও নিজহাওলা গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া দুলালিয়ার খালের ৫০ একর জমি অবমুক্ত করেন ভ্রাম্যমান আদালত।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেক মূহিদ। স্থানীয়রা জানান, পশুর বুনিয়া গ্রামের দুলালিয়ার খাল দীর্ঘদিন ধরে পানি প্রবাহ বাধাগ্রস্থ হওয়ার অভিযোগ করে স্থানীয় কৃষকরা। এমন অভিযোগের প্রেক্ষিতে খালটিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বাধ কেটে হয়।