ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: ঘটনা তদন্তে আরও ৭ দিন সময় চায় কমিটি

জুলাই ২৭ ২০২৩, ১২:১৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ১৭ জনের মৃত্যু ঘটনা তদন্তে দ্বিতীয় দফায় ফের সময় চেয়েছে কমিটি।

বুধবার (২৬ জুলাই) কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মামুন শিবলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত শেষ করতে আরও সময় দরকার। তাই সাত দিনের সময় বাড়ানোর জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।

দেখি তিনি কয়দিন সময় বাড়ান।ইতোমধ্যে দুর্ঘটনায় আহত, স্থানীয় উদ্ধারকর্মী, ফায়ারসার্ভিস, বাস মালিক সমিতি, বাস শ্রমিকদের সঙ্গে তদন্ত সংশ্লিষ্টদের কথা হয়েছে।

এর আগে দুর্ঘটনার পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

প্রথম দফায় দুদিনের সময় বাড়ায় জেলা প্রশাসন। এরপর বুধবার ফের সাতদিনের সময় বাড়ানোর আবেদন করেছে তদন্ত কমিটি।গত ২২ জুলাই (শনিবার) ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় ‘বাশার স্মৃতি’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ১৭ জনের মৃত্যুসহ আরও ৩৫ জন আহত হন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও