৩ হাজার ইয়াবাসহ যুবলীগ নেতার বোন জামাই গ্রেপ্তার
অক্টোবর ২৮ ২০২২, ১৪:৫৮
![](https://amarbarishal24.com/wp-content/uploads/2022/10/Untitled-2-15-768x419-1-720x405.jpg)
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিন হাজার ইয়াবাসহ হাসান ওরফে পল্টু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার পল্টু সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের হবি আহমেদের ছেলে। তিনি জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলমের ভগ্নিপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন পল্টু।
গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ -অঞ্চল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী, উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস মিয়া বৃহস্পতিবার রাতে মালিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিন হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসান ওরফে পল্টুকে গ্রেপ্তার করেন৷
সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আহসানউল্লাহ সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’
আ/মাহাদী