জীবিকার শেষ সম্বল হারিয়ে নিঃস্ব বাবু
জুলাই ২০ ২০২৩, ১৬:৩৬
জেলা প্রতিনিধি, ঝালকাঠি।। গাছে থেকে পড়ে কোমরের হাড় ভেঙে আজীবনের জন্য পঙ্গুত্ববরণ করেন বাবু খান (৩০) নামে এক যুবক । জমানো কিছু টাকা দিয়ে কিনেছিলেন একটি ট্রলার, সেটি ভাড়া দিয়ে যা পেতো তা দিয়ে চলতো তার জোড়াতালির সংসার।
বাবা দেলোয়ার হোসেনের মৃত্যুর পর স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে শহরের কিফাইতনগর এলাকার বসবাস করেন তিনি। বৃহস্পতিবার (২০ জুলাই) ভোররাতে একমাত্র শেষ সম্বল ট্রলারটিও নিয়ে যায় চোরে।জীবিকার শেষ সম্বলটুকু হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে বাবু।
বাবু খান জানান, কিশোর বয়স থেকে গাছ শ্রমিকের কাজ করি। ২ বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছি। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসা করিয়ে সুস্থ হলেও চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হয়। দুর্ঘটনার ৭মাস আগে জমানো টাকায় ট্রলার কিনছিলাম।
এতো জখম, বিপদের পরেও ট্রলার বিক্রি করিনি। ট্রলার ভাড়া দিয়েই যা পাইতাম তা দিয়ে সংসার ও সন্তানের পড়ালেখার খরচ চালাতাম। গাবখান ফেরিঘাট এলাকায় মসজিদের ঘাটে নোঙর করা থাকতো। বৃহস্পতিবার ভোর রাতে চোরচক্র সেই ট্রলারটি নিয়ে যায়। এখন আমার সংসার ও আমার সন্তানের পড়ালেখার খরচ কিভাবে জোগাড় করবো।
স্থানীয় বাসিন্দা মোঃ রুবেল খান, আলি হোসেন হাওলাদার জানান, বাবু ভালো ও ভদ্র মানুষ। গাছের শ্রমিক হিসেবে কাজ করে জিবীকা নির্বাহ করত। গাছ থেকে পড়ে গিয়ে কোমড় ভেঙে গেছে।
বিভিন্ন জায়গায় হাত পেতে দান, অনগদানে তাকে চিকিৎসা করিয়ে সুস্থ্য করি। দুর্ঘটনার শিকার হবার ৭ থেকে ৮মাস আগে ট্রলার কিনছিল, শতকষ্টের মাঝো ট্রলার বিক্রি না করে অবলম্বন হিসেবে জীবনের বাকিটা পথ চলতে চাইছিল।
চুরি হয়ে যাওয়ায় এখন বাবুর সব শেষ হয়ে গেছে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, বাবুর ট্রলার চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ট্রলার উদ্ধারের চেষ্টা চলছে।








































