গঙ্গাস্নানে গিয়ে দুই বোনের স্বর্নালংকার গায়েব
নভেম্বর ০৯ ২০২২, ২০:২৯
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াকাটায় গঙ্গাস্নানে গিয়ে দুই বোনের স্বর্নের চেইন গায়েব হয়েছে। মঞ্জু রানী সরকার এবং তার ছোট বোন কনক রানী রায় সমুদ্র স্নান শেষে রাস মেলার আনুষ্ঠানিকতা উপভোগ করেন।
মঙ্গলবার দুপুরের সৈকত লাগোয়া রাধা গোবিন্দ মন্দিরে প্রনাম করতে গেলে গলা থেকে প্রতরক চক্রের সদস্যরা সুকৌশলে চেইন দুটি গায়েব করে ফেলে। একেক জনের গলায় অন্তত: দেড় ভড়ি করে স্বর্নের চেইন গলায় ছিলো।
ওইদিন সকালে কলাপাড়া পৌরশহর সংলগ্ন নাচনাপাড়া গ্রামের তারা কুয়াকাটায় গঙ্গাস্ননে যায়। এ ব্যাপারে মঞ্জু রানী সরকারের ছেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য নিহার রঞ্জন সরকার জানান, তার মা এবং মাসীকে নিয়ে কুয়াকাটা থেকে ফেরার সময় এ ঘটনাটি ঘটে। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তারা মহিলা প্রতারক দলের সদস্য বলে তিনি ধারনা করছেন।
মহিপুর থানার ওসি খোন্দকার মো.আবুল খায়ের জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সংবাদিকদের জানান।
আ/ মাহাদী









































