সুগন্ধা নদীতে ট্যাংকারে বিস্ফোরণ: আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন

জুলাই ০৪ ২০২৩, ১৭:৪১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া তেলবাহী ট্যাংকার জাহাজ ‌‘সাগর নন্দিনী-২’-এর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে তিনি দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শনে যান।

সাংবাদিকদের কাছে সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, ‘প্রথম দুর্ঘটনার পরে জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে দুইটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।

এরপর দ্বিতীয় দুর্ঘটনা ঘটলে আন্তঃমন্ত্রণালয়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এখানে সব বিভাগ থাকবে। ধ্বংসপ্রাপ্ত এই জাহাজে ৩ লাখ ৮০ হাজার লিটার পরিত্যক্ত তেল রয়েছে।

এই তেল অপসারণ করার ব্যাপারে জেলা প্রশাসক তার তত্ত্ববধায়নে ব্যবস্থা নেবেন। দুর্ঘটনা কবলিত জাহাজটির পাশে থাকা ডিজেল ভর্তি অপর জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নেভি ও পরিবেশ অধিদপ্তর সম্মেলিতভাবে কাজ করায় পরিবেশের বিপর্যয় রোধ করা সম্ভব হয়েছে।’

ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, ‘ঝালকাঠিতে নৌ ফায়ার স্টেশন স্থাপনের ব্যাপারে সুপারিশ পাঠানো হবে।’ এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আ. খালেক মল্লিক, যুগ্ম-সচিব মো. হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও