সাগর নন্দিনী-২ এর আগুন নিভলো ১১ ঘণ্টা পর
জুলাই ০৪ ২০২৩, ১২:০৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দমকল বাহিনীর ১২টি ইউনিট দীর্ঘ ১১ঘণ্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২ এর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
এর আগে সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের ঘটনায় ১০জন পুলিশ সদস্যসহ ১৫জন দগ্ধ ও আহত হন। ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে এঘটনা ঘটে।
সাগর নন্দিনী-২ এর আগুনের নিয়ন্ত্রণহীন বেগতিক অবস্থা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে নদী তীরবর্তী বাসিন্দাদের মধ্যে। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও পুলিশ সুপার আফরুজুল হক টুটুল সার্বিক বিষয়ে তদারকি ও নির্দেশনায় নদী তীরবর্তী আতঙ্কিত বাসিন্দারা গৃহপালিত প্রাণি এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্টেডিয়াম সংলগ্ন প্রাইমারি স্কুল ও ফাজিল মাদ্রাসায় রাত্রি যাপন করেন। এছাড়া নতুন করে কোন নিখোঁজ ও হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।
এদিকে বিস্ফোরণের ঘটনায় আহত ১৫জনকে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে গুরুতর আহত ২ পুলিশ সদস্যসহ তিনজনকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ সদস্যসহ দুজনকে ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করে শেরই বাংলা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অপরজন বরিশালেই চিকিৎসাধীন রয়েছে। বাকি ১১জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, গত শনিবার (১ জুলাই) দুপুর ২টায় বিকট শব্দে বিস্ফোরিত হয় সাগর নন্দিনী-২। এতে দগ্ধ ৪জন শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। নিখোঁজ ৪জনের মৃত দেহ ও ধ্বংসাবশেষ উদ্ধার কাজ সম্পন্ন হয় সোমবার দুপুর ২টার দিকে। বিস্ফোরিত জাহাজে ডিজেল ও পেট্রোল বোঝাই ছিলো ১১লাখ লিটার।
ইতিমধ্যে রোববার প্রায় ৭লাখ লিটার তেল অপসারণ করা হয়েছে। ওই স্থানে সাগর নন্দিনী-২ ও সাগর নন্দিনী-৪ নোঙ্গর করা ছিল। সোমবার বাকি তেল অপসারণ করার সময় সন্ধ্যা ৬টার দিকে ফের বিস্ফোরণ ঘটে। এতে পুলিশ, নৌবাহিনীর সদস্য, জাহাজ স্টাফরা লাফালাফি-ছুটাছুটি করলে দগ্ধ, আহত ও নিঁখোজ রয়েছে অনেকে।
এদের মধ্যে শরীরের প্রায় ৬০% দগ্ধ হওয়া আহত পুলিশ সদস্যরা হলেন, ঝালকাঠি পুলিশ লাইনে কর্মরত কনেষ্টবল শওকত জামিন (২৪) ও দীপ সমাদ্দার (২৫)। অপরজন সুকানী শরীফ আহমেদ (৩৫)। আহতদের মধ্যে কনেষ্টবল শওকত জামিন (২৪) ও জাহাজের স্টাফ শরীফ আহমেদকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হচ্ছে।
আহত সাগর নন্দিনী-২ জাহাজের বাবুর্চি বেলাল হোসেন বলেন, একটি পাম্প সচল করে ৪/৫ঘণ্টা কাজ করা যায়। সেখানে অতিরিক্ত সময় সচলাবস্থায় কাজ করায় পাম্প গরম হয়ে বিকট শব্দে বিস্ফোরণ হয়। আমি ছিলাম রান্নার কাজে, আগুন দেখেই নদীতে লাফিয়ে পড়ি। ওই সময়ে নৌবাহিনীর দুজন গোসল করতে ছিলো। তাদের কোন সন্ধান এখনও পাওয়া যাচ্ছে না।
আহত এক পুলিশ সদস্য বলেন, আমরা জাহাজের পাশেই ট্রলারে নিরাপত্তার দায়িত্বে ছিলাম। হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ হওয়ায় আমাদের ট্রলারের চালকও নদীতে লাফিয়ে পড়ে। আমরা মহাবিপদের মধ্যে পড়ে যাই। ট্রলারটিকেও সরাতে পারছিলাম না। আগুনের তাপ প্রচন্ডভাবে আমাদের শরীরে লাগে। জীবন বাঁচাতে আমরাও যে যার মতো করে নদীতে লাফিয়ে পড়ি।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সুগন্ধা নদীতে ফের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ও আহত ১০ পুলিশ সদস্যসহ ১৫জনকে উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডে ঝালকাঠি, বরিশালসহ দমকলবাহিনীর ১২টি ইউনিট দীর্ঘ এগারো ঘণ্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার ভোর ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে।
নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপত্তার জন্য রাতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন মসজিদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছিলো। ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, সুগন্ধা নদীতে ফের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ও আহত ১০ পুলিশ সদস্যসহ ১৫জনকে উদ্ধার করা হয়েছে।
তাদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে আলাদা ইউনিট চালু করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এদের মধ্যে গুরুতর আহত দুই পুলিশ সদস্যসহ ৩জনকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাকি ১২জনকে ঝালকাঠি সদর হাসপাতালেই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। রোগীদের সার্বিক চিকিৎসার বিষয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু সার্বক্ষণিক খোজ খবর নিচ্ছেন বলেও জানান সিভিল সার্জন।








































