ঝালকাঠিতে তেলের ট্যাঙ্কারে আগুন: পুলিশসহ দুজন বার্ন ইনস্টিটিউটে
জুলাই ০৪ ২০২৩, ১১:৫৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে দগ্ধ ও আহত পুলিশসহ দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- পুলিশ সদস্য সাখাওয়াত জামিল (২৬) ও মো. শরীফ (৩৫)। সোমবার (৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) মো. তরিকুল ইসলাম।
তিনি বলেন, পুলিশ সদস্য সাখাওয়াত জামিলের শরীরের ছয় শতাংশ ও শ্বাসনালী পোড়া। শরীফের শরীরের ৭ শতাংশ পুড়ে গেছে। এদিকে, সুগন্ধা নদীতে দ্বিতীয় দফায় সাগর নন্দিনী-২ নামে তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় লাগা আগুন এখনও নেভেনি।
সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকেও ট্যাঙ্কারটিতে আগুন জ্বলছে। এ অবস্থার মধ্যে পাশে থাকা নন্দিনী-৪ ট্যাঙ্কারটিকে সরিয়ে নেওয়া হয়েছে।
ঝালকাঠি সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার রাত ১১টার দিকে সাগর নন্দিনী-৪ ট্যাঙ্কারটিকে সরিয়ে নেওয়া হয়। জাহাজটি জ্বালানি তেলসহ আপাতত নিরাপদে রয়েছে।
তিনি আরও বলেন, আগুন জ্বলতে থাকা জাহাজটির ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটছে সে ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। একটি সূত্র বলছে, স্বাভাবিক নিয়মে তেলের ট্যাংকারের আগুন না নেভা পর্যন্ত কারও কিছু করার নেই। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তাদের এ কাজে সহযোগিতা করছে বাংলাদেশ কোষ্টগার্ডের একাধিক টিম।








































