পিকআপে ফেনসিডিল দেওয়ার সময় ২ কারবারি গ্রেপ্তার

জুলাই ০১ ২০২৩, ১৭:২৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জেলার কাঁঠালিয়ায় পিকআপে করে ফেনসিডিল ভেলিভারি দেওয়ার সময় দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার বিনাপানি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন যশোরের ঝিকরগাছা থানা এলাকার মাদক কারবারি বাবলুর রহমান দফাদার ওরফে বাবলু ও জয়দেব দাস। পুলিশ জানায়, শনিবার রাত ৩টার দিকে একটি পিকআপে করে তারা ফেনসিডিলের চালান ডেলিভারি দিতে আসেন।

এ সময় তাদের তল্লাশি চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পিকআপসহ তাদের আটক করে কাঁঠালিয়া থানায় নেওয়া হয়।

ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের ঝালকাঠির জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও