মঞ্চে গান গাইতে গাইতেই প্রাণ গেল মায়া রানীর

নভেম্বর ০৯ ২০২২, ১১:৪৫

বিনোদন ডেস্ক :: লোকগানের জনপ্রিয় শিল্পী তাসলিমা রহমান মারা গেছেন। তিনি মায়া রানী নামেই পরিচিত ছিলেন। গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে গাজীপুরের শ্রীপুরে একটি অনুষ্ঠানে গান করতে যান মায়া রানী। গান করতে করতে এক পর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তার। এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে (বুধবার) রাত ৩টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মায়া রানীর মৃত্যুর সংবাদটি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়িকার ঘনিষ্ঠজন লোকগানের শিল্পী ইমন সরকার।

তিনি আরও জানান, ওই হাসপাতাল থেকে মৃত ঘোষণার পরও শেষ চেষ্টা হিসেবে মায়া রানীকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। কিন্তু সেখান থেকেও মেলে দুঃসংবাদ।

জানা যায়, মায়া রানীর গ্রামের বাড়ি মাওনা চৌরাস্তা। ছোটবেলা থেকেই লোকসংগীতের চর্চা করে আসছিলেন তিনি। জীবনে বহু মঞ্চে লোক ও বাউল গান গেয়েছেন তিনি। প্রকাশ করেছেন অনেকগুলো ক্যাসেট ও সিডি। গান গাওয়ার পাশাপাশি তিনি নিজেই গানের কথা লিখতেন, সুর দিতেন। নিজের কথা-সুরে প্রায় ৪০০ গান রয়েছে এই দরদী শিল্পীর।

মৃত্যুকালে মায়া রানীর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্বামী এবং দুই কন্যাসহ অসংখ্য গানের ভক্ত রেখে রেখেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লোক গানের শিল্পী মুক্তা সরকারসহ অনেকে।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও