ঝালকাঠিতে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপির নেতাকে আজীবন বহিষ্কার
জুন ২২ ২০২৩, ১৮:৪৯
জেলা প্রতিনিধি,ঝালকাঠি।। ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোঃ ওয়ারেচ আলী খানকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে ।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা চিঠিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন।
চিঠিতে বলা হয়েছে, গত ১৮ জুন ২০২৩ অনুষ্ঠিতব্য ঝালকাঠি জেলাধীন সদর উপজেলার ৭ নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ এর প্রহসনের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপনাকে গত ২০ জুন ২০২৩ তারিখে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও আপনি কারণ দর্শানো নোটিশের জবাব দেননি যা গুরুতর অসদাচরণ।নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার না করে গত ১৫ বছর ধরে চলমান গণতান্ত্রিক আন্দোলনে অত্যাচারি শাসকগোষ্ঠীর দ্বারা যারা গুম-খুন ও পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছেন তাদের পরিবারসহ দেশের গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠীর আকাঙ্খার প্রতি আপনি বিশ্বাসঘাতকতা করেছেন।
দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনাকে এহেন অবজ্ঞা ও ঔদ্ধত্যের জন্য বিএনপি’র গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে আপনাকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে আপনার নাম একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে।এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে বিএনপি নেতা মোঃ ওয়ারেচ আলী খান বলেন, ‘দল থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আমি এর জবাব দিয়েছি। তারা সন্তুষ্ট হতে পারেনি হয় তো, তাই এ ঘোষণা দিয়েছে। ইউনিয়নবাসীর অনুরোধে জনমত উপেক্ষা করতে না পারায় প্রার্থী হয়েছি।’
উল্লেখ্য, পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৮ জুন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুক হোসেন খান, বিএনপি নেতা ওয়ারেচ আলী খান (স্বতন্ত্র) এবং পোনাবালিয়া ইউনিয়নের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমান শাহিন (স্বতন্ত্র ) প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন ও ভোটগ্রহণ ১৭ জুলাই।








































