‘মাজা ভাঙা কমিশন দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়’
জুন ১৩ ২০২৩, ১৯:০৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দলদাস নির্বাচন কমিশন সিটি নির্বাচনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই মাজা ভাঙা কমিশন দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৩ জুন) এক বিবৃতিতে এ কথা বলেন।
ইউনুছ আহমাদ বলেন, নির্বাচন কমিশন একজন মেয়র প্রার্থীর নিরাপত্তা দিতে পারলেন না। তাছাড়া সিইসি তার বক্তব্যে বলেছেন ‘হাতপাখার মেয়র প্রার্থী কি ইন্তেকাল করেছেন?’ এ বক্তব্য দিয়ে দলদাসে পরিণত হয়েছেন।
তার বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দলদাস ও গৃহপালিত ইসি’র এক মুহূর্তও কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনোভাবেই থাকতে পারে না।
তিনি বলেন, একজন মেয়র প্রার্থীর রক্ত ঝরিয়ে, বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোট কেন্দ্র দখল করে এবং ভোটারদের ওপর হামলার ঘটনা ঘটিয়ে নৌকার বিজয় করা মানে আওয়ামী লীগের দন্যদশা জাহির করা। সরকার দলীয় দস্যু দিয়ে ক্ষমতায় টিতে থাকা যাবে না।
উল্লেখ্য, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে আগামী শুক্রবার (১৬ জুন) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (১২ জুন) বিকেলে বরিশালে অনুষ্ঠিত দলের প্রেস কনফারেন্স থেকে চরমোনাই পীর নিজেই এ কর্মসূচি ঘোষণা করেন।








































