ঝালকাঠিতে টমটম উল্টে প্রাণ গেল চালকের

মে ৩১ ২০২৩, ২১:৩১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে ধান বোঝাই টমটম উল্টে গিয়ে চালক ইউনুস হাওলাদার (৫০ ) নিহত হয়েছেন। বুধবার (৩১ মে) বিকেলে সদর উপজেলার বহরমপুর জোড়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত টমটম চালক বিনয়কাঠি ইউনিয়নের বাজেতপুর গ্রামের মৃত আতাহার হাওলাদারের ছেলে । প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল বুধবার দুপুর ৩টার দিকে বহরমপুর গ্রামের মিলন হাওলাদারের ধান নিয়ে কড়াপুর থেকে আসার পথে বহরমপুর এলাকার জোড়াবাড়ী মসজিদের নিকট আসলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে টমটম গাড়ী উল্টে পড়ে যায়।

এ সময় টমটমের উপরে থাকা মিলন লাফিয়ে বেঁচে গেলেও টমটম চালক ইউনুসের পা গাড়ীর ব্রেক লিভারে আটকে থাকায় গাড়ীর নিচে চাপা পড়ে । পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে।

ইউনুস গুরুতর আহত হলে তাকে নিয়ে হাসপাতালে যাবার পথে সে মারা যায়। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বলেন, নিজের টমটম উল্টে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। থানা পুলিশ ঘটনা স্থলে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও