ঝালকাঠিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মে ১৪ ২০২৩, ১২:১০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তারি পরোয়ানাসহ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বেল্লাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ মে) সন্ধ্যায় নলছিটি শহর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বেল্লাল হোসেন উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর এলাকার আশ্রাফ আলী ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১০ সালের চরফ্যাশনের একটি চুরি মামলায় বেল্লাল হোসেনকে ২ বছরের কারাদণ্ডের পাশাপাশি ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। ওই মামলার পর থেকেই সে পলাতক ছিল।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আতাউর রহমান বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে বেল্লালকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৪ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।







































