অবশেষে দেশে মুক্তি পেল ‘পাঠান’

মে ১২ ২০২৩, ১৪:০৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। শুক্রবার (১২ মে) থেকে দেশের ৪১ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে সিনেমাটি।

সিনেমাটি মুক্তির আগে থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়। ইতোমধ্যেই বিভিন্ন প্রেক্ষাগৃহে বেশ কিছু শো-য়ের টিকিট আগেই শেষ হয়েছে বলে জানা গেছে।

সিনেমা হল মালিকদের দীর্ঘদিনের চাওয়া ছিল হিন্দি সিনেমা আমদানি। ‘পাঠান’ মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হলো। ‘পাঠান’ সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন বলেন, সিনেমাটি সারা দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। নিজস্ব সার্ভারের আওতায় পাঠান মুক্তি দেওয়া হয়েছে। থাকছে ই-টিকিটিং ও বক্স অফিস।

মামুন ইতোমধ্যেই এক সপ্তাহের হল তালিকা প্রকাশ করেছেন। সেখান থেকে জানা গেছে, ৪১ সিনেমা হল চলছে ‘পাঠান’। শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি বিশ্বব্যাপী চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায়।

যশ রাজ ফিল্মস প্রযোজিত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এতে আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন বলিউড ভাইজান সালমান খান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও